ছোটকালের যে জিনিসগুলোর ব্যাপারে ভাবলেই নস্টালজিক হয়ে যেতে হয়
by Nabila Faiza Islam
১৮:৫৬, ৮ জুন ২০২৩
পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দেয় এমন অনেক জিনিসই কিন্তু আছে। শৈশবের কিছু কিছু জিনিস এখনো নিয়ে আসে নস্টালজিয়ার জোয়ার। কিন্তু কি সেই জিনিসগুলো?
১. ক্যাসেট প্লেয়ার - ক্যাসেট প্লেয়ারে ছোটকালে আমরা অনেকেই গান শুনেছি। সেই সাথে ক্যাসেট প্লেয়ারে মিক্সটেপ বানিয়ে প্রিয়জনকে অনেকেই দিতো।
২. কটকটি - ছেলেবেলায় শক্ত এবং একই সাথে মিষ্টি কটকটিতে কামড় দেওয়ার যেন মজাই আলাদা ছিল।
৩. ল্যান্ডলাইন - একটা সময় ছিল যখন ল্যান্ডলাইন ছাড়া কেউ কাউকে ফোনই করতো না!
৪. রিল ভরা ক্যামেরা - যখন আধুনিক যুগের মতো কারো হাতে মোবাইলের ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন সবাই রিল ক্যামেরাই ব্যবহার করতো।
৫. হাওয়াই মিঠাই - মুখে দিলেই মিলিয়ে যায়, এই জিনিসটার সাথে আমাদের অনেকেরই ছোটকালের বহু স্মৃতি জড়িয়ে আছে।
৬. চিঠি - একটা সময় ছিল যখন কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কারো খোঁজ নিতে ফোন করতে পারত না। তখন চিঠিই ছিল একমাত্র ভরসা।
৭. সুপার মারিও গেম - অনেকেরই শৈশব মানে ছিল কম্পিউটারের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা সুপার মারিও গেম খেলা।
৮. ইয়ো-ইয়ো - সময় কাটানোর জন্য প্রিয় খেলনাগুলোর তালিকায় ইয়ো-ইয়ো সবসময়ই থাকত।
SHARE THIS ARTICLE