আমরাই হয়তো শেষ জেনারেশন, যাদের আমের সাথে এই ১০টি স্মৃতি রয়েছে
by Fariha Rahman
১৫:৪২, ১৫ মে ২০২৩
এখন চলছে আমের মৌসুম। আর এই সময়টায় চারপাশে আমের ঘ্রাণে মম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখনকার দিনের আমের সময়টা একটু ভিন্ন হলেও, আমাদের ছোটবেলায় আম নিয়ে স্মৃতিগুলো কিন্তু বেশ অন্যরকম ছিল। চলুন তাহলে দেখে নেই সেই স্মৃতিগুলো কি কি-
SHARE THIS ARTICLE
Previous article