স্কুল লাইফে যে ৮ ধরনের আজব পাবলিক আমরা সবাই দেখেছি
by Maisha Farah Oishi
১১:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২২
স্কুল লাইফ এমন একটা সময় ছিল, যখন আশেপাশে বিভিন্ন ধরনের মানুষের অদ্ভুত কাজ-কারবার দেখা যেত। সেরকমই আজব ধরনের কিছু মানুষদের নিয়ে আজকের এই লিস্ট।
১. যারা টিচারদের নিয়মিত হোমওয়ার্ক এর কথা মনে করিয়ে দিত
২. যারা ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পরের ক্লাসের বই জোগাড় করে, লেখাপড়া শুরু করে দিত
৩. যারা যেকোনো হোমওয়ার্ক বা এসাইনমেন্ট এর উপরে মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতো
৪. যারা কখনোই নিজের কলম-পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স আনতো না, সবসময় অন্যদেরটা নিয়ে টানাটানি করতো
৫. যারা যেকোন সাবজেক্টে, যত সহজ প্রশ্নই করা হোক, ঠিকই ফেইল করতো!
৬. যারা ঝড়-তুফান, অসুখ-বিসুখ কোনকিছুর পরোয়া না করে প্রতিবছর ১০০% অ্যাটেনডেন্স পেতে একদিনও স্কুল মিস দিত না
৭. যারা বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে সব সময় অ্যাসেম্বলি আর পিটি ক্লাস বাংক দিত
৮. যারা নিয়মিত ক্লাসে ঘুমাতো, কিন্তু কখনো ধরা পড়তো না
SHARE THIS ARTICLE