যে ৮টি ব্যাপার ছোটবেলায় জেনে ফেললেই ভালো হতো
by Maisha Farah Oishi
২০:৫৫, ২ ডিসেম্বর ২০২২
বয়সের সাথে সাথে আমাদের অভিজ্ঞতা আর নিজেদের প্রতি ভালোবাসাও বাড়ে। অনেক সময় পেছন ফিরে তাকালে মনে হয়, এই ব্যাপারগুলো যদি আরও আগেই জানতাম তাহলে খুব একটা মন্দ হতো না।
১. স্কুলের সব পরীক্ষায় highest মার্কস না পেলেও জীবনে খুব একটা ক্ষতি নেই
২. সবাই কম-বেশি Weird, তাই ‘Fit in’ হওয়ার জন্য এত চাপ নেওয়ার দরকার নেই
৩. প্রথম প্রেমই একমাত্র প্রেম না-ই হতে পারে,জীবনে প্রেম একাধিকবার আসে
৪. বন্ধুদের সাথে সময় না কাটিয়ে, পরিবারকে সময় দেওয়াটাও ভীষণ cool
৫. একমাত্র বেস্ট ফ্রেন্ডের অন্য বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে, তাতে নিজেদের বন্ধুত্বে কমতি আসে না
৬. যেকোনো কারণেই সময়মত ঘুম-খাওয়া বিসর্জন দেয়ার কোন মানে হয় না
৭. নিজের শখ পূরণ করা মানেই বাবা মা- কে কষ্ট দেয়া না
৮. বন্ধুত্ব রক্ষা মানে অন্যদের bully সহ্য করা না
SHARE THIS ARTICLE