Menu
menu-icon close
  • ভাল্লাগসে

ছোটবেলায় যে ৮টি ভুল বিশ্বাস আমাদের সবারই মাঝেই ছিল

Thumbnail

by Fariha Rahman

০৯:৫২, ২৫ আগস্ট ২০২২

ছোটবেলায় যে ৮টি ভুল বিশ্বাস আমাদের সবারই মাঝেই ছিল

১. আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, চাঁদও আমাদের সাথে যায়

২. পিঁপড়া খেলে সাঁতার শিখা যায়

৩. একবার চড় মারলে বিয়ে হয় না

৪. সন্ধ্যার সময় চুল খোলা রাখতে হয় না

৫. পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষায়ও ঘোড়ার ডিম মিলবে

৬. ডান হাত চুলকালে টাকা আসে আর বা হাত চুলকালে টাকা খরচ হয়

৭. কেউ কারো পায়ের উপর দিয়ে ডিঙিয়ে গেলে সে আর লম্বা হতে পারে না

৮. শুধু এক লোকমা ভাত খেলে পানিতে পড়ে

SHARE THIS ARTICLE