যে ১০টি কারণে দাদা-দাদী কিংবা নানা-নানীরা আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল
by Bishal Dhar
২২:৪৮, ৩১ অক্টোবর ২০২২
আমাদের যাদের জীবনে দাদা-দাদী কিংবা নানা-নানী ছিল বা আছে তারা যে আসলে কতটা সৌভাগ্যবান, কারণ এই মানুষগুলোর জন্যই আমাদের শৈশব অনেক বেশি রঙ্গীন থাকে, উনাদের জন্য বাবা-মায়ের মাইরের হাত থেকেও আমরা বহুবার বেঁচে গিয়েছি। এই মানুষগুলো সত্যি অনেক বেশি স্পেশাল আমাদের জীবনে, আজ জেনে নিন কেন তারা স্পেশাল!
১. ছোটবেলায় বাবা-মায়ের মাইর কিংবা বকার হাত থেকে বাঁচার জন্য তারা ছিল শিল্ডের মতো
২. তারাই আমাদের জীবনের প্রথম স্টোরি টেলার, তাদের বলা গল্পের জন্যই আমাদের শৈশব এত রঙ্গীন
৩. বাবা মায়ের নিষেধ থাকলেও পছন্দের অনেক জিনিস তাদের জন্যই আমরা পেতাম
৪. আমাদের সিক্রেট তাদের কাছে সবসময় সিক্রেটই থাকে
৫. একদম বাবা-মায়ের মতো স্বার্থহীন ভাবে তারা আমাদের ভালোবাসে
৬. আমাদের যেকোনো সমস্যার সমাধান তাদের কাছে আছে
৭. আমাদের যেকোনো কথা তাদের মতো মনোযোগ দিয়ে আর কেউ শুনে না
৮. তাদের থেকে পাওয়া শিক্ষা আমাদের বর্তমান জীবনে অনেক বেশি কাজে লাগছে
৯. আমাদের ছোটবেলায় তাদের জীবনের লক্ষ্যই ছিল শুধু সারাক্ষণ আমাদের খাওয়ার উপরে রাখা
১০. একটা বয়সে তারাই ছিল জীবনের একমাত্র বেস্টফ্রেন্ড
SHARE THIS ARTICLE