স্কুল লাইফে যে ৭টি কাজ করে আর পিছনে ফিরে তাকাইনি
by Efter Ahsan
০০:২৯, ৭ জানুয়ারি ২০২৩
স্কুল লাইফে কত দুষ্টামি ফাজলামি করেছি বন্ধুরা মিলে তার কোনো হিসাব নেই। কিন্তু এর মাঝে বিশেষ কিছু কাজও করেছি যেগুলো করে কখনো অনুশোচনা হয়নি। তেমন কিছু কাজ নিয়েই আজকের আয়োজন।
১. বন্ধুর ব্যাগ দিয়ে বেঞ্চের ধুলা মুছার পর
২. কারো পানির বোতল দিয়ে ফুটবল খেলার পর
৩. ক্লাসমেটের টিফিন বক্স থেকে গোপনে টিফিন খেয়ে ফেলার পর
৪. লেখার জন্য কলম নিয়ে তা ফেরত দিতে ভুলে যাওয়ার পর
৫. হোমওয়ার্ক না করায় স্যারের বেতের বারি খাওয়ার পর
৬. ব্ল্যাক বোর্ডে লুকিয়ে লুকিয়ে “অমুক + তমুক” লিখে রাখার পর
৭. ক্লাসে কোনো কারণ ছাড়া হঠাৎ করেই হৈ-হুল্লোড় করার পর
SHARE THIS ARTICLE