বাংলা সিনেমার যে ৮টি অ্যাডভেঞ্চার বাস্তবে করার ফ্যান্টাসি সবারই কম বেশি আছে
by Efter Ahsan
০৯:২৭, ৫ জানুয়ারি ২০২৩
বাংলা সিনেমা রোমান্টিক হোক বা পিওর ড্রামা – সেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারধর্মী কার্যকলাপ থাকবেই। আমরাও আবার এসব দেখেই বড় হয়েছি। যে কারণে আমাদের মাঝেও একটু হলেও এসব অ্যাডভেঞ্চার বাস্তবে করার ফ্যান্টাসি আছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
১. চৌধুরী বংশের কারো সাথে প্রেম করা এবং প্রেমের কোনো এক পর্যায়ে হবু শ্বশুর- শ্বাশুড়ির সাথে নেগোশিয়েশন করা
২. নিজের প্রিয় মানুষটার সাথে স্বপ্নে বিভিন্ন জায়গায় নাচানাচি করা
৩. এক্সের এনগেজমেন্টে গিয়ে পিয়ানো বাজিয়ে ছ্যাঁকা খাওয়া গান গাওয়া
৪. প্রেমিকা বা ক্রাশের পায়ে বিষাক্ত না – এমন সাপে কামড় দেওয়ার পরও ”প্রাথমিক চিকিৎসা” করে তাকে বাচাঁনো
৫. নিজের চোখে কোনো ইমারজেন্সিতে পুলিশকে একটু লেইট করে আসতে দেখা এবং পুলিশের মুখে ” Hands Up, You are under arrest” শুনা
৬. লটারি জিতে সত্যি সত্যি একদিন গ্রূপ অব ইন্ডাস্ট্রিজের মালিক বনে যাওয়া
৭. রিস্ক নিয়ে কারো বিশাল বড় উপকার করার পর সে ধন্যবাদ দিলে উত্তরে ” এ তো আমার কর্তব্য ছিল” বলা
৮. রাস্তাঘাটে দৌড়াদৌড়ি বা গ্যাঞ্জাম করার সময় আশেপাশের ভ্যানের দোকানগুলোর জিনিসপত্র ফেলে দেওয়া
SHARE THIS ARTICLE