যে ১০টি Horror মুভি ভাইবোন এবং কাজিনরা মিলে না দেখলে জমবে না
by Efter Ahsan
২১:৩৪, ২৮ জানুয়ারি ২০২৩
যারা একা একা হরর মুভি দেখেন তাদের সাহস নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ভাইবোন কিংবা কাজিনদের সাথে হরর মুভি দেখার মজাই আলাদা। সবাই মিলে দেখা যাবে এবং দেখলে ভয়ের পাশাপাশি মজাও পাবেন, এরকম ১০টি মুভি সম্পর্কেই আজকে জেনে নেওয়া যাক
১. ভাইবোন সবাই ভয় পেয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলতে চাইলে দেখুন "The Exorcist''
২. সবার সাথে বসে দেখে ফেলুন 'The Shining' আর কখনও ভুতুড়ে হোটেলের ধারে কাছেও ঘেষতে চাইবেন না
৩. কোনো এক রাতে সব লাইট নিভিয়ে সবাই মিলে 'Halloween' দেখুন, বুঝবেন খুন হওয়ার ভয় কত প্রকার ও কি কি!
৪. 'Nightmare on Elm Street' দেখার সময় অবশ্যই আপনার ভাইবোনকে শক্ত করে ধরে রাখুন, ভয় পেয়ে যাতে পালিয়ে না যায়!
৫. একবার 'The Texas Chainsaw Massacre' দেখুন এবং রাস্তার পাশের কোনো ডাইনার বা হোটেলে আর গাড়ি থামাতে ইচ্ছা করবে না!
৬. সুন্দর একটা ভুতুড়ে আবহ তৈরী করে 'The Conjuring' দেখুন, আর নিজ চোখে আপনার ভাই-বোনদের চেহারা পাল্টে যেতে দেখুন
৭. আপনার ভাইবোন বা কাজিনদের সাথে নিয়ে 'A Quiet Place' দেখুন এবং দেখবেন মুভি শেষে সবাই চুপ হয়ে গেছে
৮. কোন এক সন্ধ্যায় সবাই একসাথে 'The Babadook' দেখুন, তাহলে বুঝতে পারবেন কিছু কিছু জিনিসে ভয় পাওয়াই উচিত!
৯. 'The Silence of the Lambs' দেখুন এবং অপরিচিত কাউকে কোনোদিন আর সহজে বিশ্বাস করতে চাইবেন না
১০. আর যদি সবার রাতের ঘুম হারাম করতেই হয়, তাহলে দেখুন "Incantation" দেখবেন সবাই একরুমে একসাথে থাকার পরেও ভয় করছে!
SHARE THIS ARTICLE