যে ৬টি কারণে “Hawkeye” মার্ভেলের অন্য সিরিজগুলোর চেয়ে আলাদা
by Efter Ahsan
২২:৩১, ৩০ অক্টোবর ২০২২
মার্ভেলের নতুন টিভি সিরিজ “Hawkeye” এখন স্ট্রিম হচ্ছে Disney+ এ। মূল এভেঞ্জয়ার্সের টিমের গুরুত্বপূর্ণ সদস্য ক্লিন্ট বার্টন তথা Hawkeye নিয়ে এটাই মার্ভেলের প্রথম সোলো প্রজেক্ট। তবে Hawkeye ছাড়াও সিরিজের প্রত্যেক এপিসোডেই introduce করা হচ্ছে দারুণ সব কমিক ক্যারেক্টার এবং রিভিল করা হচ্ছে নতুন নতুন চমক! বেশ কিছু কারণে এই সিরিজটি মার্ভেলের অন্যান্য সিরিজ থেকে আলাদা
১. MCU তে শুরু থেকেই ক্লিন্ট বার্টন একটা আন্ডাররেটেড ক্যারেক্টার যদিও তার অবদান এবং স্যাক্রিফাইস কারো চেয়ে কোনো অংশে কম না। সুতরাং তাকে কেন্দ্র করে বানানো এই সিরিজটি স্পেশাল
২. মার্ভেল কমিকের আরেক আইকনিক হিরো কেইট বিশপকেও introduce করা হয়েছে এই সিরিজে। তাছাড়া কেইট বিশপ চরিত্রে হেইলি স্টেইনফিল্ডের কাস্টিং-ও একদম পারফেক্ট!
৩. MCU বেশ দ্রুত এক্সপ্যান্ড করছে এবং তাদের মাল্টিভার্স কিংবা টাইম ট্র্যাভেল সম্বলিত জটিল সব গল্পের ভিড়ে “Hawkeye” এর সিম্পল প্লট এবং স্টোরিটেলিং অডিয়েন্সের মস্তিস্ককে একটু হলেও আরাম দিবে।
৪. ডেয়ারডেভিলের মতো এটিও স্ট্রিট লেভেল সুপারহিরোদের গল্প। যা অনেক রিলেটেবল এবং সিরিজের ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করার জন্যে যথেষ্ট
৫. সিরিজটির সংলাপ এবং অ্যাকশন সিকুয়েন্সগুলো বেশ মজার। ফ্যামিলির সবার সাথে বসে দেখার মতো এরকম সিরিজ হাতেগোনা খুব বেশি নেই
৬. মার্ভেলের বেশ কিছু প্রজেক্ট বিশেষ করে “Echo ” সিরিজের সাথে কানেক্টেড থাকবে Hawkeye . তাছাড়া Young Avenger হিসেবে কেইট বিশপকে আগে থেকে এস্টাবলিশ করছে এই সিরিজ
SHARE THIS ARTICLE