Menu
menu-icon close

যে ৬টি বিষয় মুভি-সিরিজে রোমান্টিসাইজ করা উচিত না

Thumbnail

by Efter Ahsan

১৮:৩৫, ৫ অক্টোবর ২০২২

যে ৬টি বিষয় মুভি-সিরিজে রোমান্টিসাইজ করা উচিত না

গল্প এবং বিনোদনের স্বার্থে মুভি-সিরিজে অনেক কিছুই দেখানো হয়। কিন্তু বেশ কিছু নেগেটিভ জিনিস যখন বারবার, বছরের পর বছর ধরে রোমান্টিসাইজ করা হয়- তার একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপর পড়বেই। অথচ এই বিষয়গুলোর পজিটিভ পোর্ট্রেয়াল দেখতে দেখতে আমরা ক্লান্ত !

১. Creepy Stalking – মুভি-সিরিজে বিভিন্ন ধরণের Creepy উপায়ে স্টক করাকে বেশ পজিটিভ ভাবেই দেখানো হয়, যা বাস্তবে ভয়ংকর একটা ব্যাপার

২. Alcoholism – দুঃখ-কষ্ট সবার লাইফেই আছে। কিন্তু নায়ক কষ্ট পেয়ে অ্যালকোহলের নেশায় আসক্ত হয়ে পড়বে আর ভিলেন মদের নেশায় বুঁদ হয়ে থাকবে এ ধরণের গল্প আর কত?

৩. Not Giving Up on a Boy/Girl – কাউকে ভালো লাগলে তার জন্য effort দেয়া যেতেই পারে। কিন্তু ব্যাপারটা work out করবে না জেনেও অবসেসড হয়ে থাকা, Give Up না করা বেশ Unhealthy একটা প্র্যাকটিস

৪. Revenge – “প্রতিশোধ” – এর ব্যাপারটা লজিক ছাড়াই বিভিন্ন নাটক বা সিনেমায় খুব বাজেভাবে রোমান্টিসাইজ করা হয়ে আসছে যুগের পর যুগ ধরেই, যেটা আসলে খুব টক্সিক!

৫. Civilian Casualties – সাধারণ মুভি-সিরিজ হোক কিংবা সুপারহিরো ধারার কোনো কিছু, ক্যাজ্যুয়ালটি ব্যাপারটাকে এতো স্বাভাবিকভাবে দেখানো হয় যেন মানুষের জান-মালের কোনো দামই নেই

৬. Psychopaths and Sociopaths – সম্ভবত সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের বর্তমান সময়ের মুভি সিরিজে যতটা রোমান্টিসাইজ করা হয় তা আগে কখনই করা হয়নি, যা খুবই আশংকাজনক

SHARE THIS ARTICLE