যেসব গুরুত্বপূর্ণ কারণে একা একা মুভি দেখাই বেস্ট অপশন
by Maisha Farah Oishi
১২:০০, ৫ এপ্রিল ২০২৩
মুভি সাধারণত ফ্রেন্ডস/ফ্যামিলি সবাই একসাথে বসেই দেখে, অথবা কাপলরা একসাথে দেখে। কিন্তু একা একা মুভি দেখার এক্সপেরিয়েন্স এর থেকে ১০০ গুণ বেটার, কারণগুলো কি কি সেটা এই লিস্ট থেকেই জেনে নিন।
১. মুভি দেখার সময় আশেপাশে কেউ কোন শব্দ করে না, অহেতুক প্রশ্ন করে না, কথা বলে না অথবা কোনোরকম interruption হয় না
২. স্ন্যাকস শেয়ার করতে হয় না, এমনকি নিজের পছন্দমতো স্ন্যাকস বেছে নেওয়া যায়
৩. অন্যদের সাথে কোন মুভি দেখবো সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয় না, নিজের ইচ্ছামতো যা খুশি দেখা যায়
৪. যখন যেখানে যেমন খুশি রিয়্যাকশন দেওয়া, ভয় পেয়ে চিল্লানো, জোরে জোরে হাসা সবকিছু- কে কি ভাববে, এসব চিন্তা ছাড়াই নিজের খেয়াল খুশিমতো করা যায়
৫ দেখতে দেখতে ঘুম পেয়ে গেলে ঘুমিয়েও পড়া যায়, কেউ অযথা ঘুম থেকে ডেকেও তুলবে না, পরবর্তীতে এটা নিয়ে কথাও শুনতে হবে না
৬. মুভি অর্ধেক দেখে থাকলে, বাকি অর্ধেক একসাথে দেখা নিয়ে কোনোরকম ড্রামাতেও পড়তে হয় না, নিজের টাইম মতো দেখা যায়
SHARE THIS ARTICLE