নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত ১১টি উক্তি
by Bengal Beats
১৩:৩৭, ৭ নভেম্বর ২০২২
একজন লেখকের দায়িত্ব হচ্ছে চারপাশের সাথে তার নিজের একান্ত বোঝাপড়াকে পাঠকের কাছে তুলে ধরা। তেমনি এদেশের মধ্যবিত্ত শ্রেণীর জীবনধারণকে নিজের আবিষ্কার করা ভাষায় সবার কাছে তুলে ধরেছেন আমাদের সবার প্রিয় এবং নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। তার রেখে যাওয়া বইগুলোর বিভিন্ন পাতা জুড়ে ছড়িয়ে আছে এরকম অসংখ্য সব উক্তি। এসব উক্তিগুলো একদিকে যেমন জীবনের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় তেমনি সংক্ষিপ্ত রূপে তুলে আনে আমাদের সমাজের নানান দিক। আর তাই হয়তো খুব সহজেই পাঠক নিজেকে খুঁজে পায় এসব উক্তিগুলোর মাঝে।
SHARE THIS ARTICLE
Previous article
রোমান্টিক মুভি থেকে যেসব শিক্ষা নিবেন না, প্লিজ
Next article