Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • ভাল্লাগসে

বেশিরভাগ বাংলাদেশি বাবা-মায়েরাই যে ৯টি ভুল করেন

Thumbnail

by Bishal Dhar

১৬:২৪, ১২ মে ২০২৩

বেশিরভাগ বাংলাদেশি বাবা-মায়েরাই যে ৯টি ভুল করেন

বাবা-মা মানেই সবসময় ঠিক এমন একটা মিথ আমাদের বাংলাদেশি সমাজে তৈরি করে রাখা হয়েছে। কিন্তু তারাও তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। বাবা মায়েরাও সন্তানদের আগলে রাখতে গিয়ে এমন কিছু ভুল করেন যেগুলোর খেসারত পরে তাদের এবং তাদের সন্তানদের সারাজীবন দিতে হয়!

১. অন্য বাচ্চাদের দেখে নিজের সন্তানদেরও তাদের মতো হতে বলা

২. যে বয়সে মাঠে দৌড়ানোর কথা সে বয়সে সন্তানের হাতে মোবাইল বা ভিডিও গেমস ধরিয়ে দেওয়া

৩. কথার চেয়ে নিজেদের করা কাজই সন্তানদের বেশি প্রভাবিত করে এটা ভুলে যাওয়া

৪. নতুন কিছু করার ইচ্ছা হলে সন্তানদের বিভিন্ন অজুহাতে থামিয়ে দেওয়া

৫. ছোট বলেই সন্তানদের যেকোনো মতামতকে উড়িয়ে দেওয়া

৬. নিজেদের অপূর্ণ ইচ্ছাগুলো সন্তানের উপর চাপিয়ে দেওয়া

৭. ছোটবেলা থেকেই সন্তানদের রেসের ঘোড়া বানিয়ে ফেলা

৮. পাঠ্য বইয়ের পাহাড় দিয়ে তার শৈশবকে একদম চাপা দিয়ে মেরে ফেলা

৯. কোন ভুল করলে সেগুলোকে না শুধরে বিভিন্ন ভাবে তা লুকানোর চেষ্টা করা

SHARE THIS ARTICLE