যে ১০টি স্যাটিসফায়িং কাজে আমরা প্রচুর শান্তি পাই কিন্তু এপ্রিশিয়েট করি না
by Efter Ahsan
১৫:৩১, ২১ জানুয়ারি ২০২৩
লাইফ নিয়ে আমাদের কমপ্লেইনের শেষ নেই। কিন্তু প্রতিদিন আমরা এমন কিছু স্যাটিস্ফায়িং কাজ করি যেগুলো আমাদেরকে একটু আধটু শান্তি দেয় বলেই আমরা এখনো টিকে আছি। নইলে কমপ্লেইন করতে করতেই শেষ হয়ে যেতাম। চলুন জেনে নেওয়া যাক সে কাজগুলো কি কি!
১. তীব্র রোদের মধ্যে গাছপালা বা বড় বিল্ডিয়ের ছায়ায় কিছুক্ষণ হাঁটার সুযোগ পাওয়া
২. খাওয়ার পর দাঁতের ফাঁকে আটকে যাওয়া কিছু অনেক চেষ্টার পর ফাইনালি বের করতে পারা
৩. বৃহঃস্পতিবার প্রচুর ব্যস্ততার মধ্যে হঠাৎ করে পরদিন থেকেই উইকেন্ড শুরুর ব্যাপারটা মনে পড়া
৪. বেশ কিছুক্ষন বাসস্ট্যান্ডে অপেক্ষা করার পর খালি বাস এবং ভালো সিট্ দুটোই পাওয়া
৫. দিনশেষে বাসায় ফেরার পর সুন্দর পরিপাটি করে গোছানো বিছানায় গা এলিয়ে দেওয়া
৬. সারাদিন ধুলাবালিতে চলাফেরা করার পর “Feel Good” টাইপের কয়েকটা হাঁচি দেওয়া
৭. বিল বা ভাড়া দেওয়ার সময় যে পরিমান খুচরা টাকা দরকার মানিব্যাগে ঠিক সেই পরিমান খুচরা টাকা আবিষ্কার করা
৮. বাসা কিংবা অফিসের ইন্টারনেটের স্পিড ভালো থাকায় বড় বড় ফাইল এক বসায় ডাউনলোড করে ফেলা
৯. প্রচুর টেনশন আর প্যারা নিয়ে ঘুমানোর পর খুব ভালো একটা ঘুম দিয়ে উঠার পর মন মেজাজ ফ্রেশ হয়ে যাওয়া
১০. রাস্তাঘাটে প্রকৃতির ডাকে ইমার্জেন্সি রেস্পন্স করার জন্য ভালো মানের পরিষ্কার পাবলিক টয়লেট খুঁজে পাওয়া
SHARE THIS ARTICLE