Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৭টি ঘটনা প্রমান করে আপনি আপনার বন্ধুদের তুলনায় স্বভাবে Mature

Thumbnail

by Fariha Rahman

১৩:৩০, ৮ ডিসেম্বর ২০২২

যে ৭টি ঘটনা প্রমান করে আপনি আপনার বন্ধুদের তুলনায় স্বভাবে Mature

বয়সে Same হলেও আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা তাদের নিজেদের বয়সের তুলনায় স্বভাবে Mature, আপনিও কি আপনার বন্ধু মহলে সেই Mature বন্ধুটি? তাহলে এই ৭টি ঘটনার সাথে অব্যশই রিলেট করতে পারবেন!

১. আপনার কথা না শুনে আপনার বন্ধুরা সবসময় বিপদে পড়ে

২. এবং বিপদে পড়ে সবসময় আপনাকেই প্রথমে ফোন করে

৩. অন্যরা যেসব ছোটখাট জিনিস নিয়ে মাথা ঘামায় আপনি তা নিয়ে একদমই চিন্তিত না

৪. বন্ধুদের আড্ডার টপিকে আপনি নিজেকে খুবই isolated মনে করেন

৫. একইভাবে আপনার আড্ডার টপিকগুলোও আবার আপনার বন্ধুদের মাথার উপর দিয়ে যায়

৬. প্রেম সংক্রান্ত ছোটখাট ঝগড়া আপনি গায়েই নেন না

৭. দিন শেষে অন্যদের মতো হাজার হাজার বন্ধু না থাকলেও, সত্যিকারের কিছু ভালো বন্ধু আপনার জীবনে আছে

SHARE THIS ARTICLE