Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

আপনার যে ৭টি আচরণ অন্যদেরকে বিব্রত করার জন্য এনাফ, এন আফ!

Thumbnail

by Efter Ahsan

১৯:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

আপনার যে ৭টি আচরণ অন্যদেরকে বিব্রত করার জন্য এনাফ, এন আফ!

না জেনেও অন্যদেরকে বিব্রত করে যাওয়ার ব্যাপারটা আমরা অনেকেই কখনো বুঝতে পারি না। তবে বুঝতে না পারলেও আপনার আমার এসব আচরণ কিন্তু যে কাউকে বিব্রত করার জন্য যথেষ্ট।

১. নিজের কথা বলার জন্য যখন অন্য কারো কথা থামিয়ে দেন

২. অতিথি না খেতে চাইলেও কষ্ট করে রান্না করেছেন বলে যখন জোরাজুরি করতে থাকেন
 

৩. কেউ আপনার সাথে কথা বলার সময় যখন ফোনের দিকে তাকিয়ে থাকেন

৪. কেউ নিজের ফোনের ছবি দেখানোর সময় যখন তার মেসেঞ্জার বা গ্যালারিতে ঢুকে যান

৫. পাবলিক প্লেসে যখন লাউড স্পিকারে গান শুনেন বা ফোনে জোরে জোরে কথা বলেন

৬ .কেউ কথা বলতে না চাইলেও যখন বার বার তাকে কি হয়েছে জানার জন্য ব্যতিব্যস্ত করে তুলেন

৭. পারফিউম ইউজ করতে গিয়ে যখন পারফিউম দিয়ে সীমিত পরিসরে গোসল করে ফেলেন

SHARE THIS ARTICLE