Menu
menu-icon close

যে ৮টি প্রশংসা সত্যিই অন্যদের এগিয়ে যেতে খুব সাহায্য করে

Thumbnail

by Maisha Farah Oishi

১০:৪৫, ২৩ আগস্ট ২০২২

যে ৮টি প্রশংসা সত্যিই অন্যদের এগিয়ে যেতে খুব সাহায্য করে

চারপাশের মানুষদের টুকটাক কমপ্লিমেন্ট সবাই দিয়েই থাকে। তবে আমরা সাধারণত মানুষের বাহ্যিক সৌন্দর্যেরই প্রশংসা করে থাকি। শুধু অন্যের চেহারা আর বাইরের রূপের প্রশংসা ছাড়াও এমন অনেক মিনিংফুল প্রশংসা আমরা করতে পারি যা সেই মানুষটির উপর দারুণ পজেটিভ প্রভাব ফেলবে। তাই এখন থেকে এই ধরনের প্রশংসাজনক কথা অন্যদের বলেই দেখুন, তারা কতটা খুশি হয়।

SHARE THIS ARTICLE