যে ৮টি প্রশংসা সত্যিই অন্যদের এগিয়ে যেতে খুব সাহায্য করে
by Maisha Farah Oishi
১০:৪৫, ২৩ আগস্ট ২০২২
চারপাশের মানুষদের টুকটাক কমপ্লিমেন্ট সবাই দিয়েই থাকে। তবে আমরা সাধারণত মানুষের বাহ্যিক সৌন্দর্যেরই প্রশংসা করে থাকি। শুধু অন্যের চেহারা আর বাইরের রূপের প্রশংসা ছাড়াও এমন অনেক মিনিংফুল প্রশংসা আমরা করতে পারি যা সেই মানুষটির উপর দারুণ পজেটিভ প্রভাব ফেলবে। তাই এখন থেকে এই ধরনের প্রশংসাজনক কথা অন্যদের বলেই দেখুন, তারা কতটা খুশি হয়।
SHARE THIS ARTICLE
Previous article
যারা বাসায় ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস
Next article