নিজেকে ভালো রাখার এবং নিজেকে ভালোবাসার ১০টি উপায়
by Bishal Dhar
১০:৫৫, ২৩ আগস্ট ২০২২
সবাইকে ভালোবাসতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, সবার আগে নিজেকে ভালোবাসা। কারন যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসবে কি করে? আর নিজেকে ভালোবাসার ব্যাপারগুলো ফুটে উঠে নিজের প্রতি খেয়াল রাখার ছোট ছোট ব্যাপারগুলোতে। আসলে Selfcare এর চেয়ে বড় কিছু আর পৃথিবীতে নেই, কারন দিনশেষে আপনার সাথে একমাত্র আপনি নিজেই থাকবেন।
SHARE THIS ARTICLE
Previous article