একটু বেশি সৎ এবং সত্যবাদী মানুষদের যে ৮টি প্যারার মধ্য দিয়ে জীবন পার হয়
by Bishal Dhar
১৯:৩২, ২৯ ডিসেম্বর ২০২২
নিজের লাভ হবে জেনেও অনেকে আছেন মিথ্যা বলতে রাজি হন না, কিংবা অন্যদের মিথ্যা প্রশংসা করতে পারেন না বলে সম্পর্কটাও বেশিদিন টিকে না। এমন সৎ এবং সত্যবাদী মানুষদের জীবন অন্যদের তুলনায় একটু বেশিই প্যারাময় হয়, আজ চলুন জেনে নেওয়া যাক তাদের প্যারাগুলো সম্পর্কে!
১. আপনার বন্ধু কম শত্রুর সংখ্যা বেশি
২. নিজের লাভ থাকলেও আপনি কখনও মিথ্যা বলতে রাজি নন
৩. মিথ্যা প্রশংসা করতে পারেন না বলে যেকোনো মানুষের সাথে আপনার সম্পর্ক খুব বেশিদিন টিকে না
৪. সততা রক্ষা করে কাজ আদায় করতে গিয়ে আপনাকে অনেক প্যারা খেতে হয়
৫. অনেক সময়ই আপনি অন্যদের সাথে বড় রকমের গ্যাঞ্জামে জড়িয়ে যান
৬. কেউ আপনাকে কোন ব্যাপারে দুই নাম্বারি করতে বললে আপনি তাদের কথা শুনিয়ে দেন
৭. হাতে গোনা দুই কি একজন আছেন যারা আপনাকে বোঝে
৮. সততা, ন্যায়, নীতি এসব নিয়ে আপনার লেকচার শোনার ভয়ে অনেক বন্ধু আপনার সাথে দেখাই করতে চায় না
SHARE THIS ARTICLE