Menu
menu-icon close

কাছের মানুষদের সাথে যে কাজগুলো আমাদের সবার করা উচিত

Thumbnail

by Maisha Farah Oishi

২৩:৩১, ২৭ নভেম্বর ২০২২

কাছের মানুষদের সাথে যে কাজগুলো আমাদের সবার করা উচিত

ভালবাসার মানুষদের আমরা মাঝেমধ্যে নিজের অজান্তেই বেশ হালকাভাবে নিয়ে ফেলি, অবহেলা করে বসি। কিন্তু খুব ছোট ছোট কিছু কাজের মাধ্যমেই প্রিয়জনদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন, সেই সাথে সম্পর্কের মধুরতাটাও আরো বাড়িয়ে তুলতে পারেন।

১. যে বাবা সারাজীবন ধরে কষ্ট করেছেন পরিবারকে ভালো রাখার জন্য, তাকে সুযোগ বের করে একটু ধন্যবাদ জানান

২. কখনো ভুলে মায়ের মনে কষ্ট দিয়ে বসলে, স্যরি বলে তাকে জড়িয়ে ধরুন

৩. ছোটবেলার যে বন্ধুটির সাথে অনেক বছর কথা হয় না, ফোন করে একবার তার খোঁজ নিন

৪. কোন বন্ধুর বিপদের খবর শুনলে এগিয়ে যান, যদি সে কোন সাহায্য নাও চায়, তবুও তার পাশে আছেন বলে অন্তত আশ্বাসটুকু দিন

৫. প্রিয়জনদের উৎসবে শামিল হওয়ার চেষ্টা করুন, যতই ব্যস্ততা থাকুক- সময় বের করে নিন

৬. জীবনের নানা রকম ব্যস্ততার কারণে হয়তো স্কুল-কলেজের বন্ধুদের সাথে আগের মতো আড্ডা হয় না, তবুও চেষ্টা করুন মাঝেমাঝে সবাই একসাথে হবার

৭. নিজের ভুল থাকলে, ইগো বাদ দিয়ে সেটা স্বীকার করে নিন, একইসাথে অন্যদেরও ক্ষমা করতে শিখুন

৮. কাছের মানুষদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং নিজের মনের অনুভূতিগুলোও যতটা সম্ভব তাদের সামনে প্রকাশ করুন।

SHARE THIS ARTICLE