লাইফে যে ৮ ধরনের মুহূর্ত বারবার ফিরে আসলে ভালো হতো
by Efter Ahsan
২২:৪৭, ৫ অক্টোবর ২০২২
ভালো হোক বা খারাপ- কোনো মুহূর্ত একবার শেষ হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। তবে কিছু কিছু সুন্দর মুহূর্ত আমাদের স্মৃতির পাতায় গেঁথে থাকে। ঐসব মুহূর্তগুলো যদি বারবার ফিরে পাওয়া যেত, তাহলে কিন্তু মন্দ হতো না
১. পরীক্ষা কিংবা অন্য যেকোনো কম্পিটিশনে ভালো ফলাফল পাওয়ার মুহূর্ত
২. জন্মদিন কিংবা অন্য কোনো স্পেশাল দিনে genuinely সারপ্রাইজড হওয়ার মুহূর্ত
৩. প্রতিবার কিছু অর্জন করার পর মা-বাবাকে প্রাউড ফিল করানোর মুহূর্ত
৪. ছোটবেলায় বন্ধুদের সাথে কাটানো সোনালী সময়ের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত
৫. প্রথমবার কষ্ট করে নিজের উপার্জন করা টাকা হাতে পাওয়ার মুহূর্ত
৬. কোনো ভালো কাজ কিংবা অন্যের উপকার করার সময় মানসিক শান্তি পাওয়ার প্রতিটি মুহূর্ত
৭. প্রেমে পড়ার সময় থেকে শুরু করে প্রেম শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ের যত মুহূর্ত
৮. বাংলাদেশ ক্রিকেট দল কিংবা পছন্দের যেকোনো দল বা অ্যাথলেটকে জিততে দেখার যত মুহূর্ত
SHARE THIS ARTICLE