Menu
menu-icon close
  • ভাল্লাগসে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মাথায় যে ক্ষণস্থায়ী শুভ চিন্তাগুলো আসে

Thumbnail

by Efter Ahsan

০৯:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মাথায় যে ক্ষণস্থায়ী শুভ চিন্তাগুলো আসে

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ এবং মাতৃভাষার উপর সবার শ্রদ্ধা নিবেদন দেখে আমাদের মাথায় অনেক ভালো ভালো চিন্তা আসে। যদিও সেগুলো পরের দিনগুলোতে মাথায় রাখা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবুও এই চিন্তা যে তার মাথায় এসেছে, সেটাও কম নয়।

১. “এই যে এত মুভি, সিরিজ দেখি। বাংলা ভাষার কন্টেন্ট বোধহয় আরো বেশি বেশি দেখা উচিত”

২. “আগে কত ভালো লিখতে পারতাম আগে! লেখালেখিটা আবার শুরু করা উচিত”

৩. “আমাদের ইতিহাস সম্পর্কে এখনো কত কিছু অজানা! আরো বেশি বেশি জানা উচিত”

৪. “একটানা বাংলায় কথা বলার অভ্যাস করার জন্য আরো অনুশীলন করা উচিত”

৫. “ইংরেজিতে শব্দ ভান্ডার তো অনেক সমৃদ্ধ হলো, বাংলার ব্যাপারেও এখন থেকে গুরুত্ব দিতে হবে”

৬. “বাংলা লেখার সময় বানানের ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া উচিত। নিজের মাতৃভাষা লিখতে ভুল করলে কেমন দেখায়?”

৭. “আগে কত বাংলা গান শুনতাম, গল্প-কবিতার বই পড়তাম। এই অভ্যাসটা আবার ফিরিয়ে আনতে পারলে ভালোই হয়”  

SHARE THIS ARTICLE