Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যেসব কথা একজন নতুন মা-কে কখনোই বলা উচিত না

Thumbnail

by Maisha Farah Oishi

২০:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২৩

যেসব কথা একজন নতুন মা-কে কখনোই বলা উচিত না

বাচ্চা জন্ম দেয়ার পরের সময়টাও মায়েদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে। তাই এরকম সময়ে যতটা সম্ভব তাদের কোন ধরণের অযাচিত কথা না বলারই চেষ্টা করা উচিত।

১. বাচ্চার গায়ের রং, চেহারা আর ওজন নিয়ে অহেতুক কমেন্ট করা 

২. প্রেগনেন্সির পরের সময়ের শারীরিক পরিবর্তন আর বাড়তি ওজন নিয়ে কথা বলা

৩. ব্রেস্ট ফিডিং নিয়ে নানারকম অপিনিয়ন দেয়া

৪. মায়ের টায়ার্ডনেস নিয়ে মন্তব্য করা

৫. অন্য কারো বাচ্চার স্বাস্থ্য আর বাচ্চা পালার  ধরণের সাথে তুলনা করা

৬. মায়ের ক্যারিয়ার নিয়ে ফিউচার প্ল্যান জানতে চাওয়া 

৭. বাচ্চার যেকোনো অসুবিধার জন্য শুধু মা-কেই সরাসরি দোষারোপ করা

SHARE THIS ARTICLE