কিভাবে এসি দুর্ঘটনা ঘটতে পারে এবং সেগুলো এড়ানোর কিছু উপায়
by Maisha Farah Oishi
২২:১৯, ১৭ মার্চ ২০২৩
বিভিন্ন অফিস-আদালত ও বাসা-বাড়িতে এসি ব্যবহার এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু আমাদের অনেকেই এসির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে না জানায়, প্রায়ই বিভিন্ন রকম ছোটবড় দুর্ঘটনা ঘটছে। তাই আজ থাকছে এসি বিস্ফোরণের সম্ভাব্য কারণ সমূহ এবং এর থেকে প্রতিকারের কিছু টিপস।
১. অনেক দিনের পুরনো অথবা নিম্নমানের এসি ব্যবহার করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে, নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কিনুন
২. রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার করা উচিত
৩. কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হতে পারে, পেশাদারদের দিয়ে নিয়মিত সার্ভিসিং করানো খুব জরুরি
৪. এসি থেকে গ্যাস লিক হয়ে তা রুমে বা এসির ভেতরেই জমে থাকলে এক্সিডেন্ট হতে পারে, শীতকালে অনেকদিন এসি বন্ধ থাকার পর নতুন করে চালু করার আগে অবশ্যই চেক করিয়ে নিন
৫. টানা দীর্ঘক্ষণ এসি চালানোর ফলে এসির প্রেশার বেড়ে যায়, মাঝে মাঝে বিরতি দিন
৬. এসির ভেতরের বা বাইরের বৈদ্যুতিক তার নড়বড়ে হলে শর্টসার্কিটের ঝুঁকি বেড়ে যায়, বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করুন
৭. ইলেকট্রিক হাই ভোল্টেজের কারণে এসির যন্ত্রের উপর চাপ তৈরি হয়, হাই ভোল্টেজ এড়াতে সার্কিট ব্রেকার ব্যবহার করুন
৮. বজ্রপাত বা বৃষ্টির সময়ে এসি চালানো ঝুঁকিপূর্ণ, কারণ ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে তা এসির দুর্ঘটনা ঘটাতে পারে, তাই বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখুন এবং বাড়ির ছাদে বজ্র নিরোধক ব্যবস্থা রাখাও জরুরি
SHARE THIS ARTICLE