Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

যে ৮টি কাজ সবাই কম বেশি অ্যাপ্রিশিয়েট করে (১০০% গ্যারান্টি)

Thumbnail

by Efter Ahsan

১১:৩৭, ১৬ অক্টোবর ২০২২

যে ৮টি কাজ সবাই কম বেশি অ্যাপ্রিশিয়েট করে (১০০% গ্যারান্টি)

আজকাল অনেক ভালো কাজ করলেও লোকজন অ্যাপ্রিশিয়েট করতে চায় না, বরং গ্র্যান্টেড হিসেবে নিয়ে নেয়। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে প্রকাশ্যে হোক বা মনে মনে, অ্যাপ্রিশিয়েশন আপনি পাবেন মাস্ট! চলুন জেনে নেওয়া যাক সে কাজগুলো কি কি –

১. কারো সাথে দেখা হলেই তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করা। সবাই সুস্থ আছে কিনা খোঁজখবর নেওয়া

২. কেউ কোনো গান গুনগুন করে গাওয়ার সময় তাতে অংশ নেওয়া

৩. কাউকে ধন্যবাদ দেওয়ার সময় চোখের দিকে তাকিয়ে হাসিমুখে ধন্যবাদ দেওয়া

৪. কারো ক্রাশ নিয়ে তাকে হার্মলেস ভাবে টিজ করা (এটা সবাই পছন্দ করে)

৫. হঠাৎ কোনো সুন্দর স্মৃতি বা ঘটনা মনে করে কিছুক্ষণ আড্ডা দেওয়া এবং হাসি-ঠাট্টায় মেতে উঠা

৬. কারো সুন্দর কোনো ক্যান্ডিড ছবি তুলে রেখে, একদিন হঠাৎ তাদেরকে ছবিটি দেখানো

৭. কথাবার্তার সময় আগের কোনো কনভারসেশন থেকে মনে রাখা ডিটেইলস মেনশন করা

৮. কারো যদি কোনো শখ কিংবা প্যাশন থাকে সেই সম্বন্ধে জানতে চাওয়া

SHARE THIS ARTICLE