না চাইলেও যে ৯টি ঘটনা সবার লাইফেই ঘটে এবং আপনার সাথেও ঘটবে
by Efter Ahsan
১১:৪৮, ৫ নভেম্বর ২০২২
আমাদের জেনারেশনের একটা সমস্যা হলো আমরা আমাদের লাইফে বর্তমানে যা হচ্ছে তা নিয়ে তো হতাশ থাকিই, উপরন্তু “ফিউচারে কি কি হতে পারে”- এসব চিন্তা করে হতাশায় সময় কাটাই। অথচ কিছু কিছু ইভেন্ট আমাদের সবার লাইফেই ঘটবে, সবার জন্যই এগুলো কমন। তাই এগুলোর ব্যাপারে জেনে অন্তত হতাশাটা যদি একটু কমে, এজন্যই আমাদের এই প্রয়াস
১. আজ হোক কাল হোক, একটা সিরিয়াস হার্টব্রেক তো লাইফে থাকবেই
২. পরীক্ষার হলে, ক্যারিয়ারে কিংবা রিলেশনশিপে বার বার ব্যর্থতা আসবে
৩. লাইফ অগোছালো হয়ে যাবে, আবার তা আপনি গোছানোও শিখে যাবেন
৪. বয়সের সাথে দৃষ্টিভঙ্গি বদলাবে; অনেক কিছুই নতুনভাবে দেখতে, জানতে এবং যাচাই করতে শিখে যাবেন
৫. লাইফের অনেক ছোট ছোট প্রিভিলেজ আপনি অ্যাপ্রিশিয়েট করতে শিখবেন, যা আগে কখনোই করেননি
৬. প্যারা খেয়ে হলেও অনেক অপছন্দের মানুষের সাথে হাসিমুখে উঠতে, বসতে এবং কথা বলতে হবে
৭. ইচ্ছায় বা অনিচ্ছায় আপনিও কারো মনে কষ্ট দিয়ে তার হার্টব্রেকের কারণ হবেন
৮. অনেকদিন আগে পাওয়া ব্যথা মনে বয়ে বেড়াতে হবে, আপনি টিকে থাকাও শিখে যাবেন
৯. এতো কিছুর পর, চেষ্টা করতে করতে আপনি আপনার মতো করে নিজের লাইফটা ঠিকঠাক চালিয়ে নিতেও সক্ষম হবেন
SHARE THIS ARTICLE