সব "না" এর মানেই কি "না" হয়?
by Efter Ahsan
১২:৫৪, ২৪ মার্চ ২০২৩
না মানে “না”- এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে কনসেন্টের সময় এর কোনো এক্সেপশন নেই। তবে সামাজিক কিছু ক্ষেত্রে আমরা অনেকেই বিভিন্ন সিচুয়েশনে “না” শুনি, নিজেরাও বলি। কিন্তু সবসময় কি আমরা সেটি মিন করি? চলুন জেনে নেওয়া যাক এরকম কিছু সিচুয়েশন সম্পর্কে যেখানে “না” এর পেছনেও কথা থাকে!
SHARE THIS ARTICLE
Previous article