Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

যে ৭টি কারণে কর্কটরাশির মানুষদের থেকে কিছুটা দূরে থাকাই ভালো

Thumbnail

by Maisha Farah Oishi

১২:২৭, ৩ জুলাই ২০২৩

যে ৭টি কারণে কর্কটরাশির মানুষদের থেকে কিছুটা দূরে থাকাই ভালো

দেখতে দেখতে চলে এসেছে কর্কটরাশির সিজন। সব রাশির মানুষদের মধ্যেই কিছুটা খারাপ দিকও থাকে! তাই এই রাশির মানুষদের কাছ থেকে কেন কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, সেটা নিয়েই আমাদের আজকের লিস্ট!

১. এরা প্রচুর ইমোশনাল এবং বেশিরভাগ সময়ই নিজের আবেগ একদম কন্ট্রোল করতে পারে না

২. মানুষ হিসেবে এরা বেশ পজেসিভ, তাই কাছের মানুষদের ভালোই প্যারা দিতে জানে

৩. নিজের যা চাই- তা পাবার জন্য, এরা যেকোন টাইপের ড্রামা করতেই রাজি

৪. এদের মুড সুইং অন্য লেভেলের হয়, কখন কোন বিষয়ে এদের মন খারাপ হয়ে যায়, এরা নিজেরাও অনেক সময় বুঝে না

৫. এরা সাধারণত বেশিরভাগ বিষয় নিয়েই ওভারথিংক করে এবং নেগেটিভ ধরনের মনোভাব রাখে

৬. এরা খুব একটা straight forward হয় না, আর নিজের মনের কথা সরাসরি প্রকাশ করে না বলে প্রায়ই নিজের এবং অন্যদের জন্য ঝামেলা সৃষ্টি করে

৭. যেকোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়া অথবা প্রয়োজনে নিজেকে বদলে ফেলাটা, এদের জন্য খুব একটা সহজ নয়

SHARE THIS ARTICLE