যে ৮টি কারণে সিংহ রাশির বন্ধু সবার জীবনে দরকার
by Maisha Farah Oishi
২১:০০, ২২ জুলাই ২০২৩
চলে এসেছে সিংহ রাশির সময়, জুলাই মাসের ২২ তারিখ থেকে আগস্ট এর ২২ তারিখের মধ্যে যাদের জন্ম, তারা সবাই সিংহ রাশির জাতক/জাতিকা। আর সিংহ রাশির মানুষ কেন বন্ধু হিসেবে বেশ ভালো, তা নিয়েই আজকের লিস্ট।
১. সিংহ রাশির মানুষেরা বেশ পরোপকারী হয় এবং বন্ধুদের সাহায্যে সবসময় এগিয়ে আসে
২. এরা ভীষণ বিশ্বস্ত হয় আর কিভাবে বন্ধুদের সিক্রেট নিজের মাঝে রাখতে হয় সেটাও জানে
৩. এরা সাধারণত বেশ ভালো পরামর্শ দিতে পারে তাই যেকোনো ঝামেলায় পড়লেই আপনার সিংহ রাশির বন্ধুর কাছে ছুটে যেতে পারেন
৪. সিংহ রাশির মানুষেরা বেশ সোশ্যাল হয় আর যেকোনো আড্ডা জমিয়ে তুলতেও জানে।
৫. বন্ধুদের প্রতি এরা বেশ প্রটেকটিভও হয়ে থাকে, তাই যেকোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করার চেষ্টা করবে।
৬. এরা সাধারণত পুরানো মান-অভিমান ভুলে সহজেই ক্ষমা করে দিতে পারে তাই বন্ধুত্বে অযথা ড্রামা করে না
৭. এরা নিজের কাছের মানুষদের জন্য সবকিছু করতে পারে, তাই তাদের কাছের বন্ধুরা বেশ লাকি-ই বলা যায়
৮. নতুন জায়গায় ঘুরাঘুরি অথবা কোন অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য সিংহ রাশির একজন বন্ধু থাকলেই যথেষ্ট।
SHARE THIS ARTICLE