যে ৭টি ব্যাপার মকর রাশির মানুষদের জন্য একটু বেশিই রিলেটেবল
by Maisha Farah Oishi
২০:১৩, ২ জানুয়ারি ২০২৩
সময়ের সাথে সাথে চলে এসেছে মকর রাশির সিজন। ডিসেম্বর মাসের ২১ তারিখ থেকে জানুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত মকর রাশির সময়।এই রাশির মানুষদের জন্য ভীষণ রিলেটেবল কিছু ব্যাপার নিয়ে আজকের এই লিস্ট।
১. এরা সহজে অন্যদের সাহায্য নিতে চায় না, তাই নিজেই সবকিছু সামলাতে গিয়ে প্যারা খায়
২. কারো সামনে open up হতে এরা একটু বেশিই সময় নেয়
৩. এরা যথেষ্ট একগুঁয়ে হয়ে থাকে আর নিজেদের দোষ মানতে এদের একটু কষ্ট হয়!
৪. কাজের ব্যাপারে এরা ভীষণ সিরিয়াস আর প্র্যাক্টিক্যাল হয়
৫. কাছের বন্ধুদের জন্য এরা খুবই কেয়ারিং আর protective হয়
৬. একা নিজের মত করে সময় কাটানো এদের কাছে খুব জরুরী
৭. নিজের weakness কোনভাবেই অন্যদের সামনে প্রকাশ করতে চায় না
SHARE THIS ARTICLE