যে ৭টি ব্যাপার বৃষ রাশির মানুষদের জন্য একটু বেশিই রিলেটেবল
by Maisha Farah Oishi
১৩:০৫, ১ মে ২০২৩
দেখতে দেখতে আবারও চলে এসেছে বৃষ রাশির সিজন। এই রাশির মানুষরা ঠিক কেমন, সেটা আজকের লিস্ট দেখে একটু হলেও আন্দাজ করতে পারবেন। নিচের এই ব্যাপারগুলো বৃষ রাশির মানুষদের জন্য বেশ রিলেটেবল।
১. নিজের বন্ধু এবং পার্টনারের প্রতি এরা ভীষণ লয়্যাল থাকে
২. লাইফে বারবার চেইঞ্জ আনা, এরা খুব একটা পছন্দ করে না
৩. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে, মাথা যথেষ্ট ঠান্ডা রাখতে জানে
৪. এরা ভীষণ জেদি, নিজে যা ঠিক করে, তাই করে ছাড়ে
৫. কারো বাজে আচরণ এবং ধোঁকা এরা সহজে ভুলতে পারে না
৬. নিজের ক্যারিয়ার এবং লাইফের লক্ষ্য নিয়ে এরা যথেষ্ট determined থাকে
৭. ভালো খাবার-দাবারের প্রতি এদের ভীষণ দুর্বলতা থাকে
SHARE THIS ARTICLE