যে ১০টি বাংলাদেশের জাতীয় ব্যাপার সম্পর্কে আপনি হয়তো এখনো জানেন না
by Bishal Dhar
১২:০৩, ৫ মে ২০২৩
বাংলাদেশের জাতীয় ফুল, ফল কিংবা পশু এসবতো আমরা ছোটকাল বইয়ের পাতায় দেখে আসছি, কিন্তু এর বাইরেও এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো বইয়ের পাতায় নেই কিন্তু অলিখিতভাবেই এগুলো বিভিন্ন জাতীয় বিষয় হয়ে গেছে আমাদের জীবনে। আজ জেনে নিন সেগুলো কি কি-
১. বাংলাদেশের জাতীয় ডাক- মামা
২. বাংলাদেশের জাতীয় মিথ্যা- আচ্ছা দেখি
৩. বাংলাদেশের জাতীয় পল্টি-৫ মিনিটের মধ্যে আসছি
৪. বাংলাদেশের জাতীয় দুশ্চিন্তা- বাবু খাইসো
৫. বাংলাদেশের জাতীয় আশ্বাস- বিয়ের পর জামাইয়ের সাথে যাইস
৬. বাংলাদেশের জাতীয় অভিযোগ- আমিতো এখন পুরনো হয়ে গেছি তাই না?
৭. বাংলাদেশের জাতীয় অজুহাত- রাস্তায় অনেক জ্যাম
৮. বাংলাদেশের জাতীয় ক্ষুধা নিবারণ অস্ত্র- ভাত খা
৯. বাংলাদেশের জাতীয় ন্যাকামি- তুমি না খেলে আমিও খাব না
১০. বাংলাদেশের জাতীয় ডায়লগ- আমি কে চিনোস?
SHARE THIS ARTICLE