আমাদের সবার জীবনেই যে মিথ্যাগুলো রয়েছে
by Bishal Dhar
১১:৩৮, ৬ মে ২০২৩
আমাদের সমগ্র জীবনটাই যেন চলে যাচ্ছে মিথ্যার উপরে! সকালে জেগে উঠা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিনই আমরা কম-বেশি কতো মিথ্যার উপর দিয়ে যে থাকি! বিশ্বাস না হলে আজকের এই লিস্ট দেখুন, কমন পরে কিনা!
১. তোমাকে ছাড়া বাঁচবো না
২. ভাই উঠেন, সিট আছে
৩. দোস্ত দাঁড়া, ৫ মিনিটে আসতেসি
৪. ভার্সিটিতে উঠলেই আর কোন লেখাপড়া নাই
৫. ভাই এবারের মতো করে দেন, সামনে পেমেন্ট বাড়ায় দিবো
৬. আরে, ও আমার জাস্ট ফ্রেন্ড!
৭. মামা যা ভাড়া আসে তাই দিয়েন
৮. নারে দোস্ত, একটা টাকাও নাই বিশ্বাস কর!
SHARE THIS ARTICLE
Previous article
যে ১০টি বাংলাদেশের জাতীয় ব্যাপার সম্পর্কে আপনি হয়তো এখনো জানেন না
Next article