ব্যক্তিগত বিষয়ে নাক গলানো প্রতিবেশীরা আমাদের জীবনে আসলে কোন বিরক্তিকর জিনিসের মত
by Bishal Dhar
১২:৪৮, ২০ ডিসেম্বর ২০২২
আমাদের অনেকেরই এমন প্রতিবেশী রয়েছে যারা বারবার আমাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলিয়ে নিজেদেরকে আমাদের কাছে চরম বিরক্তির পাত্র বানিয়ে ফেলে, আজ জেনে নিন এই বিরক্তিকর মানুষগুলো আমাদের জীবনে আসলে অন্য কোন বিরক্তিকর জিনিসের মত
১. বিরিয়ানিতে এলাচির মত
২. মিমে লাইকের মত
৩. ফ্যামিলি মেসেঞ্জার গ্রুপের মত
৪. স্কিপ বাটন ছাড়া ইউটিউব অ্যাডের মত
৫. পাইনঅ্যাপেল পিজ্জার মত
৬. প্রতিদিনই আসা সিম কোম্পানির মেসেজের মত
৭. সারাদিন গেমের রিকোয়েস্ট পাঠানো ফেসবুক ফ্রেন্ডের মত
৮. চাইলেও বের হওয়া যায়না এমন অফিস জুম কলের মত
৯. একের পর এক নতুন প্লট টুইস্ট আসতে থাকা ওয়েব সিরিজের মত
SHARE THIS ARTICLE