যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের ‘লবণ’
by Bishal Dhar
২০:৩৪, ২৪ অক্টোবর ২০২২
আপনি কি আপনার সার্কেলের এমন কেউ যাকে সব কাজেই দরকার পরে এবং যে একজন পাক্কা পারফেকশনিস্ট? তবে আপনাকে আপনার সার্কেলের ‘লবণ’ হিসেবে বিবেচনা করাই যায়!
১. সব কাজেই আপনার দরকার পড়ে
২. তবে আপনার কাজের জন্য আপনাকে ক্রেডিট সহজে কেউ দিতে চায় না
৩. যেকোনো পার্টি বা আড্ডায় আপনি সবচেয়ে চুপচাপ টাইপের মানুষ
৪. বৃষ্টির দিন আপনার মোটেও পছন্দ না
৫. আপনি মাঝেমধ্যে হাওয়া হয়ে যান, খুঁজে পাওয়া যায় না
৬. সবকিছু মাঝারি মাত্রায় পছন্দ আপনার, বেশি বা কম হলে চলে না
৭. আপনি একজন পাক্কা পারফেকশনিস্ট
৮. কাছের মানুষরা আপনি কাছে থাকতে আপনাকে দাম দেয় না, তবে আপনি না থাকলে আপনার প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে টের পায়
৯. আপনি নিজেকে বন্দী রাখলেই বেশি ভালো থাকেন
SHARE THIS ARTICLE