Menu
menu-icon close

বাংলা সিনেমাতে যারা একদম Made for each other

Thumbnail

by Bishal Dhar

২০:৪৬, ২৭ মার্চ ২০২৩

বাংলা সিনেমাতে যারা একদম Made for each other

একসময় এত বেশি টিভি চ্যানেলের প্রচলন ছিল না, শুক্রবার বিকেলের বাংলা সিনেমা দেখার আনন্দটা ছিল অন্যরকম, সময়ের আবর্তে এখন বহু টিভি চ্যানেলের পাশাপাশি আরো অনেক বিনোদনের মাধ্যম চলে এসেছে। এখন আর আগের মত সিনেমা না হলেও, বাংলা সিনেমা দেখার সেই স্মৃতিগুলো আজও আমাদের নস্টালজিক করে দেয়, আজ তাই বাংলা সিনেমার এমন কিছু জুটি খুঁজে বের করেছি, যারা একদম ‘Made for each other’

১. কাজী মারুফ – কালো বন্দুক

২. শাবানা – সেলাই মেশিন

৩. জসিম – লটারি

৪. ডিপজল – পাটক্ষেত

৫. শাকিব খান – লিপস্টিক

৬. বাপ্পারাজ – ছ্যাঁকা

৭. আনোয়ার হোসেন – আমেনার মাকে ডেকে হার্ট অ্যাটাক

৮. ওমর সানী – চাবুক

SHARE THIS ARTICLE