Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যে ৮টি লক্ষণ মিলে গেলে বুঝবেন আপনিও মনে মনে একজন সিক্রেট ডিপজল

Thumbnail

by Bishal Dhar

২৩:২৭, ১৫ মার্চ ২০২৩

যে ৮টি লক্ষণ মিলে গেলে বুঝবেন আপনিও মনে মনে একজন সিক্রেট ডিপজল

নিজের ভিন্নধর্মী অভিনয় এবং ডায়লগ ডেলিভারি দিয়ে খল চরিত্র করেও আমাদের সবার প্রিয় একজন হয়ে উঠেছেন ডিপজল। তাকে নিয়ে অনেকের অভিযোগ থাকলেও বাংলা সিনেমায় নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেতা। আজকে তার জন্মদিনে তাকে জানাই শুভেচ্ছা। একজন ডিপজল ভক্ত হিসেবে নিজের কোন স্বভাবগুলোতে বুঝবেন আপনিও একজন সিক্রেট ডিপজল, আজ সেগুলোও জেনে নিন-

১. আপনার আশেপাশে কেউ যখন হিসাব বোঝে না, তখন আপনার মাথা খারাপ হয়ে যায়

২. পাটক্ষেত আপনার প্রিয় জায়গা, নিজের অবসর সময় সেখানে কাটাতে খুব ভালোবাসেন

৩. নতুন কোনো যন্ত্র কিনলে সেটি অন্যদের দেখানোর জন্য আপনি অস্থির হয়ে থাকেন

৪. এলাকায় আপনার বেশ ভালো ক্ষমতা আছে, কেউ গ্যাঞ্জাম করতে আসলেই পুত করে দেন

৫. পেশাগত জীবনে আপনি বেশ বড় পদেই আছেন, আপনার সিল ছাড়া অনেকের কাজ হাসিল হয় না

৬. আপনার এক ডাকে এলাকায় সানডে মানডে ক্লোজ হয়ে যায়

৭. আপনার বন্ধুবান্ধবদের সবার বিয়েশাদী হয়ে ছানাপোনা হয়ে গেলেও আপনি এখনও সিঙ্গেল, তাই ভাতিজাদের সাথেই আপনার এখন সময় কাটে

৮. আপনি স্বেচ্ছায় অনেককে মলম লাগিয়ে দেন, মানে উপকার করেন

SHARE THIS ARTICLE