সোশ্যাল মিডিয়ায় যে ৭ ধরনের মানুষ সবচেয়ে বেশি বিরক্তিকর
by Maisha Farah Oishi
১৪:১১, ৮ সেপ্টেম্বর ২০২২
সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মানুষের বিচরণ থাকে। অনেক সময় অনেকের কাজ কারবার অন্যদের বিরক্তির কারণও হয়ে থাকে। তবে কিছু মানুষ আছে যারা একটু বেশিই বিরক্তিকর। তাদের নিয়েই আজকের এই লিস্ট।
১. যারা সময়ে-অসময়ে অচেনা মানুষদেরও অহেতুক বারবার নক দিয়ে বিরক্ত করে
২. যারা সুযোগ পেলেই কমেন্টে অন্যদের সাথে ঝগড়াঝাটি, এমন কি গালাগালিও শুরু করে
৩. যারা আসল ব্যাপার না বুঝেই, নিজেকে সবজান্তা ভেবে উল্টাপাল্টা কমেন্ট করে বসে
৪. যারা অন্যদের কন্টেন্ট ডাউনলোড করে নিজের প্রোফাইলে আপলোড দেয়, এক্সট্রা কিছু লাইক-শেয়ার কামানোর জন্য
৫. যারা অন্যের ছবি দিয়ে ফেক প্রোফাইল খুলে
৬. যারা অন্যদের লাইভে অপ্রাসঙ্গিক বাজে কমেন্ট করে এবং রিপোর্ট মারে
৭. যারা নিজের প্রোফাইল লক রেখেও অচেনা মানুষদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়
SHARE THIS ARTICLE