আমাদের যে ১০টি কাজ মায়েদের মাথা গরম করে দেয়
by Bishal Dhar
১০:৪৩, ৮ মে ২০২৩
মায়েদের সাথে আমাদের সম্পর্কটা একদম অম্লমধুর, তাদের চেয়ে বেশি নিঃস্বার্থভাবে কেউ আমাদের ভালোবাসে না। কিন্তু আমাদের অনেক ছোট ছোট কাজ, যেমন সবজি না খাওয়া কিংবা সকালে দেরি করে ঘুম থেকে উঠা তাদের মাথা একদম গরম করে দেয়। আর এই কাজগুলো আমরা আরো বেশি বেশি করি বলেই ঘরের ভেতর শুরু হয় বিশ্বযুদ্ধ। আজ জেনে নিন তেমনই কিছু কাজ সম্পর্কে!
১. খেতে বসে সবজি না খাওয়া
২. ফ্রিজ থেকে পানি বের করে খেয়ে আবার বোতল ভরে ফ্রিজে না রাখা
৩. সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকা
৪. রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা
৫. বন্ধুদের সাথে অনেক বেশি আড্ডা দেওয়া
৬. ঘরে ঢুকেই জামাকাপড় এদিক সেদিক ছুঁড়ে মারা
৭. বকা দেওয়ার সময় তার সামনে হাসা
৮. যেকোনো কাজ করতে দিলে সেটা পরে করবো বলে রেখে দেওয়া
৯. নিজের ঘর ডাস্টবিন বানিয়ে রাখা
১০. আত্নীয়স্বজনদের সাথে ফোনে কথা না বলা
SHARE THIS ARTICLE