Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৮টি কারণে আমাদের জীবনে ডিমের গুরুত্ব অপরিসীম

Thumbnail

by Bishal Dhar

১৬:৫৪, ১১ মে ২০২৩

যে ৮টি কারণে আমাদের জীবনে ডিমের গুরুত্ব অপরিসীম

আমাদের জীবনে দারুণ এক আইটেম “ডিম”। সকাল থেকে রাত যেকোন বেলায় যেকোনভাবে একে খাওয়া যায়। আর কোন খাবারকে এত ফরম্যাটে খাওয়া যায় বলে আমাদের জানা নেই। আজ জেনে নিন এমন কিছু কারণ যেগুলো প্রমাণ করে খাবার হিসেবে ডিমই সবার সেরা

১. সিদ্ধ, পোঁচ, অমলেটসহ এত ফরম্যাটে আর কোন খাবার খাওয়া যায় না

২. ডিম যেকোন বেলায়, যেকোন সময় খাওয়ার জন্য একদম পারফেক্ট

৩. যার কেউ নেই, তার ডিম আছে। যার ফলে ব্যাচেলরদের সময়, জীবন দুটোই বছরের পর বছর ধরে বাঁচিয়ে আসছে এই ডিম।

৪. ফুচকার মতো স্ট্রিটফুড থেকে শুরু করে মোরগ পোলাওয়ের মতো শাহীখানা, সবখানেই এর বিচরণ আছে

৫. আলু ভর্তা-ডিম ভাজি এতটাই পারফেক্ট এর কাছে লাইলী-মজনুর প্রেমও কিছু না

৬. একমাত্র ডিমের ক্ষেত্রেই কোন শ্রেনীবিভেদ নেই, সবাই-ই কমবেশি ডিমখোর

৭. কম খরচে অনেক বেশি প্রোটিনের জন্য ডিমই শেষ ভরসা

৮. বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিমভাজির কম্বিনেশন, উফ!! একদম স্বর্গসুখ

SHARE THIS ARTICLE