Menu
menu-icon close
  • মাইরালা

যে ১০টি কাজ শুধু আজব কিসিমের পাবলিকের পক্ষেই করা সম্ভব

Thumbnail

by Maisha Farah Oishi

১১:২৯, ১৫ মে ২০২৩

যে ১০টি কাজ শুধু আজব কিসিমের পাবলিকের পক্ষেই করা সম্ভব

আমাদের আশেপাশে এমন অনেক অদ্ভুত কিসিমের মানুষ আছে যারা এই কান্ডগুলো করে থাকে। মিলিয়ে দেখুনতো, এর মধ্যে আপনি কোন কাজগুলো করেন। 

১. একা একা নিজের সাথেই কথা বলা

২. মন খারাপের সময় স্যাড সং শুনে আরও দুঃখ বাড়িয়ে তোলা

৩. মাঝরাতে খিদে পেলে খাবারের ছবি দেখা

৪. কমেন্ট বক্সে অপরিচিত মানুষদের ঝগড়া দেখা

৫. কারো কথা পছন্দ না হলে ভেংচি কাটা

৬. অতিরিক্ত রাগ উঠলে কান্না করা

৭. সোশ্যাল মিডিয়ায় কাউকে স্টক করতে গিয়ে আরও অনেক অপরিচিত মানুষের প্রোফাইল ঘাঁটা

৮. চায়ে চানাচুর ভিজিয়ে খাওয়া

৯. স্বপ্নের মাঝখানে ঘুম ভেঙে গেলে আবার একই স্বপ্নে ফিরে যাওয়ার চেষ্টা করা

১০. কারও উপর রাগ থাকলে, মনে মনে তার সাথে ঝগড়া করে কঠিন কিছু কথা শুনিয়ে দেয়া

SHARE THIS ARTICLE