Menu
menu-icon close
  • মাইরালা

যে ৭টি লক্ষণ থাকলে বুঝবেন যে আপনি মনে মনে একজন থুড়থুড়ে বুড়ো

Thumbnail

by Efter Ahsan

২৩:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৩

যে ৭টি লক্ষণ থাকলে বুঝবেন যে আপনি মনে মনে একজন থুড়থুড়ে বুড়ো

বয়সে বুড়ো হওয়ার আগেই মনের দিক থেকে আমরা বুড়ো হওয়া শুরু করি এটা হয়তো আপনি জানেন। কিন্তু আপনার কিছু কিছু লক্ষণ কিন্তু প্রমাণ করে যে আপনি অলরেডি থুড়থুড়ে বুড়ো হয়েই গেছেন। কি সেই লক্ষণ গুলো? চলুন জেনে নেই-

১. যখন অসময়ে প্রচুর ঘুম আসবে কিন্তু রাতে ঘুমাতে গেলেই আর ঠিকমত ঘুম হবে না

২. প্রচুর বন্ধুবান্ধব বা পরিচিত মানুষজন থাকা সত্বেও যখন বেশিরভাগ সময় আপনার একা একা লাগবে

৩. যখন অন্যদের অ্যাটেনশন চাইবেন কিন্তু লোকজন বেশি অ্যাটেনশন দিলে আবার সহ্য হবে না

৪. যখন খেয়াল করবেন আপনার মেজাজ দিনদিন অনেক বেশি খিটখিটে হয়ে যাচ্ছে

৫. কোন কিছু দেখার না থাকলেও যখন টিভির সামনে বসে থাকতে খুব ভালো লাগবে

৬. শারীরিক পরিশ্রম দরকার হয় এমন কোনো কাজে যখন চরম অনীহা কাজ করবে

৭. যখন কাউকে ডিফারেন্ট কিছু করতে দেখলেই আপনার খুঁতখুঁতে মন তার ভুল খুঁজবে নইলে একগাদা উপদেশ দেওয়ার ইচ্ছা জাগবে

SHARE THIS ARTICLE