যে ৭টি লক্ষণ নিজের মধ্যে থাকলে বুঝবেন আপনি এক্সপোর্ট ম্যাটেরিয়াল
by Efter Ahsan
০০:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আপনার কি কখনো মনে হয়েছে যে এই অতি ঊষ্ণ অঞ্চলে জন্ম না হয়ে আপনার জন্ম অন্য কোনো দেশে হলে ভালো হতো? মনে হোক বা না হোক, এই লক্ষণগুলো দেখে ঠিকই বুঝে যাবেন যে আপনার জন্ম এই মধ্যম আয়ের দেশে হলেও ভিতরে ভিতরে আপনি শতভাগ এক্সপোর্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ আপনাকে দেশে না রেখে রফতানি করা উচিত!
১. আপনি Posh না হলেও আপনাকে দেখতে ঠিকই Posh লাগে
২. আপনার কথা বলার Accent শুনলেই বুঝা যায় আপনি উচ্চশিক্ষিত
৩. আপনার সময়ের মূল্য কারো জন্য Expensive আবার কারো জন্য Cheap
৪. নিজেকে Exclusive মনে করলেও আপনি অন্যদের জন্য একটু বেশিই Available
৫. একবার আপনার Quality যারা সঠিকভাবে বুঝতে পারে, তারা আপনাকে হাতছাড়া করতে চায় না
৬. সমাজের সবধরণের মানুষই আপনাকে ভালো পায়, তাদের সবার সাথেই আপনার উঠা-বসা
৭. সম্পর্কের শুরুতে তারা নিজের দোষে আপনার QC (Quality Check) করতে ব্যর্থ হয়; পরে রিলেশন না টিকলে আপনার নামে Bitching করে
SHARE THIS ARTICLE