Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Rachel Green

Thumbnail

by Maisha Farah Oishi

১৯:৩৩, ১৯ এপ্রিল ২০২৩

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Rachel Green

ফ্রেন্ডস সিরিজের প্রত্যেকটি চরিত্রই আমাদের সবার ভীষণ প্রিয়। আর Rachel-এর উপর ক্রাশ নেই এমন মানুষের সংখ্যাও খুব কম। নিচের এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে খুব সম্ভবত আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Rachel Green!

১. আপনার ফ্যাশন সেন্স বরাবরই ভালো এবং বন্ধুরা শপিং এর টিপস আপনার কাছ থেকেই নেয়

২. আপনি কিছুটা ড্রামা করতে ভালোবাসেন আর প্রেমে ছ্যাকা খেলে সহজে ভুলতে পারেন না

৩. সার্কাস্টিক কথা বলে বন্ধুদের পচাতে আপনার জুড়ি নেই

৪. প্রেম আর ক্যারিয়ার বিষয়ক ব্যাপার নিয়ে আপনি প্রায়ই কনফিউজ থাকেন

৫. ছোটবেলায় কিছুটা spoiled থাকলেও, বয়সের সাথে সাথে আপনি ইন্ডিপেন্ডেন্ট হওয়া শিখে গেছেন

৬. বন্ধুদের আড্ডার মধ্যমণি আপনি, খুব সহজেই ফ্রেন্ডদের মুড ভালো করে দিতে পারেন

৭. কাউকে অপছন্দ করলে, তার বারোটা বাজিয়ে ছাড়তে আপনি কখনো ভুলেন না

SHARE THIS ARTICLE