Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি আসলে মীনার মতো

Thumbnail

by Maisha Farah Oishi

১৯:৪৬, ২৪ মে ২০২৩

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি আসলে মীনার মতো

ছোটবেলায় মীনা কার্টুন দেখেনি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তবে এই আটটি লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি নিজেও অনেকটা মীনার মতই!

১. আপনি বেশ পজিটিভ চিন্তাধারার এবং সবসময় অন্যদের ভালো চান

২. বাসার বেশিরভাগ কাজ আর দায়িত্ব আপনাকেই পালন করতে হয়

৩. আপনি খুব অল্পতেই খুশি থাকতে জানেন

৪. আপনি পশু-পাখি আর প্রকৃতি ভীষণ ভালোবাসেন

৫. বিভিন্ন সমস্যার সমাধান করতে আপনার জুড়ি নেই

৬. আপনি নিজেকে পরিবারের শত আদরের সন্তান মনে করেন

৭. আপনি বেশ স্বাস্থ্য সচেতন আর আশেপাশের মানুষদেরও বেশ খেয়াল রাখেন

৮. নিজের ক্যারিয়ার নিয়ে আপনি বেশ ভালই সচেতন

SHARE THIS ARTICLE