যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি মনে মনে একজন হাসান
by Bishal Dhar
২২:২২, ১৮ এপ্রিল ২০২৩
বাংলা রক সংগীতকে একদম সর্বস্তরের মানুষের মনে যে কয়জন শিল্পী পৌঁছে দিতে পেরেছেন, তাদের মধ্যে একজন হাসান। নিজের গায়কী শক্তি দিয়ে অনেকগুলো বছর ধরে শ্রোতাদের মনে জায়গা করে থাকা, দারুণ এই শিল্পীর আজ জন্মদিন। তাই একজন হাসানভক্ত হিসেবে জেনে নিন, ঠিক কোন কোন লক্ষণগুলো প্রমাণ করে, আপনার মধ্যেও লুকিয়ে আছে একজন হাসান-
১. আপনার সুইটি(পড়ুন প্রিয় মানুষ) অভিমান করলে আপনার ঘুম আসে না
২. ইচ্ছা করে ফাঁদে পড়ে সারাদিন “এত কষ্ট কেন ভালোবাসায়” বলে হা-হুতাশ করেন
৩. নিজের পার্টনারের জন্য সম্ভব হলে “তাজমহল” বানিয়ে ফেলতেন আপনি
৪. কেউ উড়ে চলে যেতে চাইলে আপনি তাকে বাঁধা দেন না
৫. যেকোন ঘটনা ঘটে যাওয়ার অনেকদিন পর আপনার মনে প্রশ্ন জাগে
৬. কারো সাথে পরিচয় কিভাবে পরিণয় হয়ে যায় আপনি বুঝেই উঠতে পারেন না (মানে দুইদিন পরপর প্রেমে পড়েন আর কি)
৭. আপনার মতো গানের গলা আপনার আশপাশের কারো নেই
৮. বড় চুল রাখতে আপনার খুব ভালো লাগে
SHARE THIS ARTICLE