Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

আপনি সিঙ্গেল কিন্তু আপনার বেস্টফ্রেন্ড মিঙ্গেল হলে, যেসব যন্ত্রণা সহ্য করতে হবেই

Thumbnail

by Sunehra Azmee

২২:৫০, ২৪ মে ২০২৩

আপনি সিঙ্গেল কিন্তু আপনার বেস্টফ্রেন্ড মিঙ্গেল হলে, যেসব যন্ত্রণা সহ্য করতে হবেই

নিজে সিঙ্গেল থাকলে অতটা কষ্ট লাগে না যত কষ্ট নিজের বেস্টফ্রেন্ড মিঙ্গেল হয়ে গেলে লাগে, এক সেকেন্ডে পুরা দুনিয়া রঙিন থেকে সাদাকালো হয়ে যায়! তাহলে চলুন দেখে নেয়া যাক, কীরকম হয় এই সাদাকালো জীবনের সিচুয়েশনগুলো।

১. দুইদিন পর পর তাদের বাপ-মার কাছে আপনাকে মিথ্যা বলতে হয়, তাদের ডেটে যাওয়ার জন্য 

২. কথার টপিক হয়ে যায় শুধু তাদের কী নিয়ে ঝগড়া হলো অথবা ভালোবাসা কত উথলিয়ে পড়ছে তা নিয়ে

৩. বেস্টফ্রেন্ডের পার্ট টাইম 'Unpaid Therapist' এর চাকরি, এই সময়টাতে একদম পার্মানেন্ট 'Couple Therapist' এর হয়ে যায়!

৪. কোথাও ঘুরতে গেলে সাথে ভ্যানিটি ব্যাগের মতো পিরিতের মানুষকেও নিয়ে আসে

৫. আপনাকে 'stay single, love yourself' এর মোটিভেশন দিয়ে, নিজে সেজেগুজে ডেটে গিয়ে উতুপুতু প্রেমের ছবি স্টোরিতে দেয়!

৬. আপনার বাসায় stayover এর নাম করে, পিরিতের মানুষের সাথে গিয়ে থাকে আর সেটার ব্যাকআপ দিতে হয় আপনাকেই

৭. থার্ড হুইলিং করতে করতে আপনার নিজের নিকনেম চেঞ্জ করে “হাড্ডি” রেখে দিতে মন চায়, কারণ কাবাব তো কেউ আপনার সাথে হচ্ছে না!  

SHARE THIS ARTICLE