Menu
menu-icon close
  • ভাল্লাগসে

জীবনে যে ১০টি পরিস্থিতির চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না

Thumbnail

by Bishal Dhar

১৫:৪৪, ২৪ অক্টোবর ২০২২

জীবনে যে ১০টি পরিস্থিতির চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না

মানব জীবনে যেমন আনন্দ আছে তেমনি আছে “না পারি কহিতে না পারি সহিতে” টাইপ অবস্থাও। এ পরিস্থিতিগুলো বড়ই নির্মম বড়ই হাইস্যকর। এমন বেদনাদায়ক মুহূর্তগুলোতে বাপ্পারাজ হয়ে যাওয়া ছাড়া কিছুই করার থাকে না। আজ জেনে নিন আমাদের জীবনে এমন বেদনাদায়ক পরিস্থিতি কোনগুলো!

১. জোকস বলে নিজে হেসে কুটিকুটি কিন্তু অন্য কেউ যখন হাসে না

২. দেরি করে অফিসে ঢুকেই একদম বসের সামনে যখন পড়তে হয়

৩. ঘরের চাবি ভিতরে রেখেই তালা লাগিয়ে দিলে

৪. কারো সাথে হ্যান্ডসেক করতে হাত বাড়ালে অপরপক্ষ যখন হাত না বাড়ায়

৫. ফেসবুকে নিজের পুরোনো কোন স্ট্যাটাস কিংবা ছবিতে হুট করে কোন বন্ধু লাইক দিয়ে বসলে

৬. শীতের রাতে হিসু চাপলে (এইটার উপর কিছু নাই)

৭. সিরিয়াস মুহূর্তে কারো কথায় প্রচন্ড হাসি পেলে

৮. জরুরি বের হতে হবে আর ঠিক তখনই পিসি হ্যাং করে বসলে

৯. মেসেঞ্জারে ভুল করে একজনকে পাঠানো মেসেজ অন্যজনের ইনবক্সে চলে গেলে

১০. ফাইল এটাচ্ড না করেই ইমেইল পাঠিয়ে দিলে

SHARE THIS ARTICLE