যে ৮ ধরনের ব্যাথার চেয়ে কষ্টকর দুনিয়াতে আর কিছুই নেই
by Maisha Farah Oishi
১৫:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
এমন কিছু ব্যথা রয়েছে যেগুলো পেলে মনের ব্যথাকেও তুচ্ছ মনে হয়। এমনকি জগত-সংসারে এসব ব্যাথার চেয়ে বেশী কষ্টকর সম্ভবত আর কিছুই নেই!
১. টেবিলের কর্নারে আঙ্গুলের কোনা লেগে ব্যথা পাওয়া
২. কনুইয়ে গুতা খেয়ে ইলেকট্রিক শকের মতো ফিল করা
৩. প্যান্টের চেইন জায়গামতো আটকে যাওয়া
৪. আইসক্রিম খেতে গিয়ে দাঁতে শিরশির ব্যথা অনুভব করা
৫. দরজার ফাঁকে আঙ্গুলে চাপ খাওয়া
৬. অনেকক্ষণ বসে থাকার ফলে পায়ে ঝিম ধরে যাওয়া
৭. খাওয়ার সময় মুখে বা জিহবায় কামড় লেগে যাওয়া
৮. শুয়ে মোবাইল চালাতে চালাতে মুখের উপর মোবাইল পড়ে যাওয়া
SHARE THIS ARTICLE
Previous article